রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

এলিমিনেটরে মুখোমুখি রংপুর-বরিশাল

প্রথম পাতা » খেলাধুলা » এলিমিনেটরে মুখোমুখি রংপুর-বরিশাল
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



এলিমিনেটরে মুখোমুখি রংপুর-বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দুর্দান্ত খেলছে রংপুর রাইডার্স। লিগ পর্বের ১২টি ম্যাচের মধ্যে জিতেছে ৮টিতেই। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় হয়ে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। আজ এলিমিনটর ম্যাচে সোহানরা মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশালের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে হারা দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসী রাইডার্স দলপতি নুরুল হাসান সোহান। শনিবার মিরপুরে অনুশীলন করেছেন রাইডার্সের খেলোয়াড়েরা। সেখানে সোহান সাংবাদিকদের জানান, ‘দলের সবাই চাঙ্গা আছে। আমার মনে হয় আমরা এখন খুবই ভারসাম্যপূর্ণ দল। নতুন তিন বিদেশী খেলোয়াড়ও যোগ দিয়েছে আমাদের দলে। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। অবশ্যই আমরা যোগ্য দল। আমার খেলোয়াড়রা দলের চিন্তা করে। অবশ্যই কালকে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’

এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার আগে সাকিব আল হাসানের বরিশাল শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষেকে এনে। এসেছেন দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াসও। নিজেদের সর্বশেষ ম্যাচে খুলনার কাছে ৬ উইকেটে হারার পর এই তারকাদের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে আত্মবিশ্বাস জোগাবে তাদের।

রংপুরও এনেছে আফগানিস্তান অফ স্পিনার মুজিব উর রহমান ও শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে। নিজেদের শেষ ম্যাচে কুমিল্লার কাছে হেরেছে ৭০ রানের বড় ব্যবধানে। গ্রুপ পর্বে বরিশালের সঙ্গে দুই ম্যাচেই হেরেছিল রংপুর। প্রথমটি ৬ উইকেটে আর দ্বিতীয় ম্যাচ ৬৭ রানে। চট্টগ্রামে সেই ম্যাচে রংপুরের বিপক্ষে ২৩৮ রান করেছিল বরিশাল, যা এবারের বিপিএলের সর্বোচ্চ। আজ এলিমিনেটরে রংপুর রাইডার্স কি পারবে প্রতিশোধ নিতে?

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৩৮   ১৭২ বার পঠিত