রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

নাটোরে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩



নাটোরে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নাটোর জেলা আইন-শৃংখলা কমিটির সভা আজ রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ রওনক জাহান সভায় জানান, বিগত জানুয়ারি মাসে জেলায় ভ্রাম্যমাণ আদালতের ৮০টি অভিযান পরিচালনা করে ১৮৫টি মামলার বিপরীতে ৬৫জন অভিযুক্তকে কারাদন্ড প্রদান করা হয় এবং পাঁচ লাখ ৩৭ হাজার ১০০ টাকা জরিমানালব্দ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় বাল্যবিয়ে রোধে ১৩টি উঠান বৈঠক আয়োজন করা হয় এবং বাল্যবিয়ে রোধে ৬৪৮ ব্যক্তিকে উদ্বুদ্ধ করা হয়।
সভায় শহরের রাস্তা এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ।সভায় বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায়, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাইল করিম এবং ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০৩   ১৫২ বার পঠিত