ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ২য় ইউনিট নির্মাণে ফ্রান্সের সহযোগিতা কামনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশা ব্যক্ত করেন।
এসময় তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নত প্রযুক্তি সহায়তার বিষয়ে আলোচনা হয়। বিশেষত জ্বালানি সরবরাহ সংক্রান্ত বিষয়াদি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:০৩:২৩ ১৫৯ বার পঠিত