লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের টিওরী ছমির উদ্দিন মিজি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি হলেন, উপজেলার ভোলাকোট ইউপির টিওরী ছমির উদ্দিন মিজি বাড়ির সুলতান আহমেদের ছেলে ফাহাদ হোসেন (২২)। তিনি দুবাই প্রবাসী ছিলেন।
জানা গেছে, ফাহাদ গত বছর দুবাই পাড়ি জমান। পরে সেখানে গিয়ে দেশের একাধিক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। প্রায় তিন মাস না পেরোতেই ১৫ দিন আগে দেশে ফেরেন ফাহাদ। মঙ্গলবার সকালে ফাহাদ মুঠোফোনে কারও সঙ্গে উচ্চস্বরে গলায় ফাঁস দেওয়ার কথা বলেছিল।
এদিকে বিষয়টি তাৎক্ষণিক জানতে চাইলে কৌশলে এড়িয়ে যান ফাহাদ। মঙ্গলবার দুপুর ২টায় ঘরের দরজা বন্ধ দেখা যায়। এতে সন্দেহ হলে দরজা ভেঙে ফাঁস লাগানো মরদেহ দেখতে পান স্বজনরা। তাদের ধারণা ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে ফাহাদ। কিন্তু এখনও ফাহাদের ব্যবহৃত মুঠোফোনটি খোঁজে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করছি ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন ফাহাদ।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৪৫:১৮ ২০২ বার পঠিত #আত্মহত্যা #দিবসে #প্রেমিকের #ভালোবাসা