শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

যাত্রীসেবা শুরু করল মেট্রোরেলর উত্তরা স্টেশন

প্রথম পাতা » ছবি গ্যালারী » যাত্রীসেবা শুরু করল মেট্রোরেলর উত্তরা স্টেশন
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩



যাত্রীসেবা শুরু করল মেট্রোরেলর উত্তরা স্টেশন

গর্ব আর অহংকারের পদ্মা সেতুর পর বাঙালির আত্মবিশ্বাসের মুকুটে নতুন পালক যুক্ত করে স্বপ্নের মেট্রোরেল। যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য এ যেন এক জাদুর কাঠি। আনন্দটাও তাই স্বপ্ন ছোঁয়ার।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর ২৯ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হয় স্বপ্ন বাহন মেট্রোরেল। চালুর পর থেকে শুধু উত্তরা উত্তর অর্থাৎ দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত যাতায়াত করতে পারতেন যাত্রীরা। তবে চলতি বছরের ২৫ জানুয়ারি যাত্রীদের জন্য উন্মুক্ত হয় পল্লবী স্টেশন। সেই ধারাবাহিকতায় চতুর্থ স্টেশন হিসেবে শনিবার (১৮ ফেব্রুয়ারি) যাত্রীসেবা শুরু করল উত্তরা সেন্টার স্টেশন।

এদিন সকাল থেকে পরিপূর্ণ উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে চালু হওয়া উত্তরা সেন্টার ব্যবহার করতে দেখা গেছে যাত্রীদের। সকাল সাড়ে ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রা শুরু করে মাত্র এক থেকে দেড় মিনিটের মাথায় নতুন চালু হওয়া উত্তরা সেন্টার স্টেশনে পৌঁছায় ট্রেন। আগে থেকেই টিকিট কেটে অপেক্ষায় থাকা যাত্রীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে উঠে পড়েন ট্রেনে। এরপর ট্রেন যাত্রা করে তার কাঙিক্ষত লক্ষ্যে।

এর আগে সকাল ৮টা ১০ মিনিটের দিকে খুলে দেয়া হয় স্টেশনটির গেট। যাত্রীরা সাবলীলভাবে সংগ্রহ করেন টিকিট। কেউ সংগ্রহ করেন প্রচলিত নিয়মে। আবার কেউ স্বয়ংক্রিয় মেশিনে। যেকোনো সমস্যায় সাহায্য নেন স্বেচ্ছাসেবীদের

সম্পূর্ণ নতুন পদ্ধতি হওয়ায় যাত্রীদের বুঝে উঠতে কিছুটা সমস্যা হচ্ছে জানিয়ে এমআরটি লাইন ৬- এর ম্যানেজার মাহফুজুর রহমান বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের মধ্যে বাকি ৫টি স্টেশন চালুর মাধ্যমে এমআরটি লাইন সিক্স পূর্ণ সক্ষমতায় ফিরবে।

বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চালু থাকে মেট্রোরেল। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।

বাংলাদেশ সময়: ১১:১০:৪২   ১৬৫ বার পঠিত   #  #  #