শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

‘২০২৪ সালের মার্চের মধ্যেই রাজাকারের তালিকা প্রকাশ’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘২০২৪ সালের মার্চের মধ্যেই রাজাকারের তালিকা প্রকাশ’
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩



‘২০২৪ সালের মার্চের মধ্যেই রাজাকারের তালিকা প্রকাশ’

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে রাজাকার, আলবদর, আল-শামস বা জামায়াতে ইসলাম, যারা ঘোষণা দিয়ে সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান উপস্থিত ছিলেন

মোজাম্মেল হক বলেন, ২০২৪ সালের মার্চের মধ্যেই সারাদেশের রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা জাতির সামনে পেশ করা হবে। রাজাকারের তালিকা করার আইনগত এখতিয়ার এতদিন ছিল না। গত পার্লামেন্টে আবেদন জানানোর প্রেক্ষিতে আইন পাস হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৪৫   ১৬৬ বার পঠিত