মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

মাগুরায় যাথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রথম পাতা » খুলনা » মাগুরায় যাথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩



মাগুরায় যাথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় আজ জেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অপর্ণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান প্রমুখ।
এছাড়া জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন,বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সহযোগি সংগঠন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,মাগুরা প্রেস ক্লাবসহ নানা শ্রেনী পেশার মানুষ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল ৭ টায় কালেক্টরেট চত্বর থেকে প্রভাতফেরী শহর প্রদক্ষিণ করে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এছাড়া বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৪০   ১৫৭ বার পঠিত