বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

সিটিকে রুখে দিলো লাইপজিগ

প্রথম পাতা » খেলাধুলা » সিটিকে রুখে দিলো লাইপজিগ
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



সিটিকে রুখে দিলো লাইপজিগ

প্রথমার্ধে ম্যানচেস্টার সিটি লাইপজিগকে চাপে রাখলেও দ্বিতীয়ার্ধে উল্টোটা ঘটতে দেখা গেছে। ম্যাচ শেষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে লাইপজিগের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

প্রথমার্ধে রিয়াদ মাহরেজ সিটিকে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্থে লাইপজিগের ইয়োস্কো গাভারদিওল সমতায় ফেরান।

খেলায় একাদশে কোনো পরিবর্তন আনেননি সিটির কোচ পেপ গার্দিওয়ালা। এই দলের শক্তিমত্তার পুরোটাই দেখা গেছে প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধে যেন খেলা আমূল বদলে যায় মাঠে। প্রথমার্ধে মাঠের আধিপত্যে বিস্তার করা সিটির পরিবর্তে এবার লাইপজিগকে চালকের আসনে দেখা গেছে।

প্রথম ১৫ মিনিটে তেমন সুবিধা করতে না পারলে ২৭ মিনিটে ঠিকই গোলের প্রথম সুযোগ সৃষ্টি করে সিটি। জার্মান মিডফিল্ডার ইলকাই গিনদোয়ানের ফ্লিকে বল পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে রিয়াদ মাহরেজ গোল করে দলকে এগিয়ে নেন।

এরপর প্রথমার্ধের বাকি সময় একাধিক সুযোগ পেলেও গোল দিতে পারেনি সিটি।

প্রথমার্ধে সিটির চাপে জবুথবু হয়ে পড়া লাইপজিগ দ্বিতীয়ার্ধে যেন জেগে উঠে গোল করতে মরিয়া হয়ে উঠে। ফলে দ্বিতীয়ার্ধের প্রথম ২৫ মিনিটে একাধিক সুযোগ পেয়েছিল দলটি। কিন্তু এই সুযোগগুলো কাজে লাগিয়ে গোল দিতে পারেনি তারা।

ম্যাচের ৭০ মিনিটে অবশেষে গোলের দেখা পায় লাইপজিগ। কর্নার থেকে শটে মার্সেল হালস্টেনবার্গের ক্রসে সবার উঁচুতে উঠে দারুণ এক হেডে সিটির গোলবারে বল জড়ান ক্রোয়াট ডিফেন্ডার গাভারদিওল।

গোল হজমের পর কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠলেও লাইপজিগের রক্ষণব্যুহ ভাঙতে পারেনি পেপ গার্দিওয়ালার শিষ্যরা। অন্যদিকে লাইপজিগেরও একাধিক সুযোগ ব্যর্থ হলে খেলা শেষ পর্যন্ত ড্র হয়।

আগামী ১৪ মার্চ সিটির মাঠে অনুষ্ঠিত হবে ফিরতি লেগের ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:৫৭   ১৫৯ বার পঠিত