বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

পুতিনের মন্তব্য বিশ্বের জন্য হুমকি: গুতেরেস

প্রথম পাতা » আন্তর্জাতিক » পুতিনের মন্তব্য বিশ্বের জন্য হুমকি: গুতেরেস
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



পুতিনের মন্তব্য বিশ্বের জন্য হুমকি: গুতেরেস

পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্যকে বিশ্বের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়ার তীব্র নিন্দাও জানান তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বছরপূর্তি সামনে রেখে বুধবার (২২ ফেব্রুয়ারি) নিউইয়র্কে বসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। এতে বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিতের কড়া সমালোচনা করেন তিনি।

বক্তব্যে গুতেরেস বলেন, কৌশলগত কারণে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে পুতিনের হুমকি কোনোভাবেই মেনে নেয়া যায় না। রাশিয়ার পাশাপাশি বিশ্বের সব পরমাণু শক্তিধর দেশেরই পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকা উচিত।

ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া জাতিসংঘের ও আন্তর্জাতিক আইন অমান্য করেছে বলেও জানান গুতেরেস। দেশটি বৈশ্বিক শান্তি নষ্ট করছে মন্তব্য করে যুদ্ধ শুরুর জন্য রাশিয়ার তীব্র নিন্দাও জানান তিনি। জাতিসংঘ সবসময় ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতায় বিশ্বাস করে বলে মন্তব্য করেন গুতেরেস।

অন্যদিকে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়া রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেঞ্জিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর দায় পশ্চিমাদের ওপর চাপিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ শুরুর আগে থেকেই ন্যাটো ও পশ্চিমাদের সেনা উপস্থিতি নিয়ে ইউক্রেনকে সতর্ক করেছে রাশিয়া। নিজ সীমান্তের কাছে ন্যাটো ও এর সদস্য রাষ্ট্রগুলোর সেনাঘাঁটিকে রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখেছে মস্কো।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:০৬   ১৫৮ বার পঠিত