বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন : খাদ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন : খাদ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩



বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জীবনের মায়া ত্যাগ করে তাঁরা দেশের জন্য যুদ্ধ করেছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।
আজ সাপাহার উপজেলা পরিষদ হল রুমে অসচ্ছ্বল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ১২টি বীর নিবাসের চাবি হস্তান্তর ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শামসুল আলম শাহ চৌধুরী এবং সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, স্বাধীনতার সময় থেকেই দেশের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটি পক্ষ স্বাধীনতার পক্ষে, অপরটি স্বাধীনতার বিপক্ষে। স্বাধীনতার বিপক্ষের লোকেরা মাঝে মধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। স্বাধীনতার পক্ষের লোকদের অপশক্তির সকল অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় শক্তি হিসাবে মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা প্রচারে এগিয়ে আসতে হবে।
পরে মন্ত্রী ১২ জন মুক্তিযোদ্ধার হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ২২:১৭:২৭   ১৪৪ বার পঠিত