ফতুল্লায় পৃথক দুটি অভিযানে আট কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের রেল স্টেশন রোডস্থ বরকত মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া আবু সাঈদের পুত্র সেন্টু (৪৫) ও ব্যাংক কলোনী এলাকার আব্দুর রশীদ হাওলাদারের পুত্র মনির (৩৮)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সেন্টুকে এবং সন্ধ্যায় মনির কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সেন্টুর নিকট থেকে ৫ কেজি ও মনিরের নিকট থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) সঙ্গীয় ফোর্স নিয়ে দাপা ইদ্রাকপুর রেলস্টেশন রোডস্থ বরকত মেম্বারের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সেন্টু কে গ্রেফতার করে।
সন্ধ্যা ছয়টার দিকে হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকায় পৃথক অপর একটি অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মনির কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মনির বাক প্রতিবন্ধী (বোবা) বলে জানা যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করেছে।
বাংলাদেশ সময়: ২৩:১১:৩৪ ১৮৮ বার পঠিত