শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩

সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে খামারিদের উপস্থিতি অসন্তুষ্টি অতিথিবৃন্দের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে খামারিদের উপস্থিতি অসন্তুষ্টি অতিথিবৃন্দের
শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে খামারিদের উপস্থিতি অসন্তুষ্টি অতিথিবৃন্দের

ইসমাইল হোসেন,সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” গড়ার লক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধনী
অনুষ্ঠানে আশানুরূপ খামারিদের উপস্থিতি না থাকায় অসন্তুষ্টি ও ক্ষোভ প্রকাশ করেছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শনিবার(২৫ ফেব্রুয়ারি) সকাল দশটায় সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে এ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা উপমা ফারিসা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিছুর রহমান প্রমুখ।

এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যান্য ভেটেনারি ডাক্তারগণ ও কর্মচারীবৃন্দ সহ দলীয় নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ খামারিরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে সবগুলো স্টলে খামারিদের উপস্থিতি না থাকায় এবং উপজেলার অন্যান্য খামারীদের অনুপস্থিতি দেখে আমন্ত্রিত অতিথিবৃন্দ অসন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠানটির বিষয়ে অনেকেই অবগত নন বলে অভিযোগ করেন।

এদিকে প্রদর্শনীতে আসা খামারীরা বলেন, তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়না বলেই অনেকেই আসতে চান না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা বলেন, নতুন কিছু আইন প্রণয়ন করার কারণে অনেক পশু পাখি প্রদর্শনীতে আনা সম্ভব হয়নি। আর সময় স্বল্পতার কারণে অনেকেই অবগত করা যায়নি। আগামীতে এ বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ২১:০৪:৫৬   ১৭১ বার পঠিত   #  #  #