সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

অস্ট্রেলিয়ার অধিনায়ক লেনিংয়ের ইতিহাস

প্রথম পাতা » খেলাধুলা » অস্ট্রেলিয়ার অধিনায়ক লেনিংয়ের ইতিহাস
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



অস্ট্রেলিয়ার অধিনায়ক লেনিংয়ের ইতিহাস

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতল অস্ট্রেলিয়া। দলটি শিরোপা জিতিয়ে ইতিহাসের সাক্ষী হয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ম্যাগ লেনিং।

ম্যাগ লেনিংয়ের অধিনায়কত্বে অনেক দিন ধরেই খেলে আসছে অস্ট্রেলিয়ার নারী দল। অধিনায়ক হিসেবে রোববার শিরোপা জয়ের পর শুধু অস্ট্রেলিয়া নয়, পুরুষ কিংবা নারী ক্রিকেট কোনো ইতিহাসেই ট্রফির বিচারে এখন লেনিংয়ের চেয়ে সফল অধিনায়ক নেই।

চারটি আইসিসি ট্রফি জিতে এর আগে যৌথভাবে স্বদেশি অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে শীর্ষে ছিলেন লেনিং। কিন্তু গতকাল লেনিং তার অধিনায়কের ক্যারিয়ারে পঞ্চম শিরোপা জেতেন। পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া জিতেছে-২০০৩ আর ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৬ আর ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি।

লেনিংয়ের অধীনে অস্ট্রেলিয়া ২০১৪, ২০১৮, ২০২০ আর ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। আর ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।

এদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা তৃতীয় ও ইতিহাসে ষষ্ঠ টি-টোয়েন্টি শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আসর ছাড়া প্রতিবারই ফাইনাল খেলেছে অস্ট্রেলিয়ার নারী দল।

বাংলাদেশ সময়: ১৩:০১:১৯   ১৪২ বার পঠিত