সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

নিউক্যাসলকে হারিয়ে লিগ কাপ চ্যাম্পিয়ন ম্যানইউ

প্রথম পাতা » খেলাধুলা » নিউক্যাসলকে হারিয়ে লিগ কাপ চ্যাম্পিয়ন ম্যানইউ
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



নিউক্যাসলকে হারিয়ে লিগ কাপ চ্যাম্পিয়ন ম্যানইউ

নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে দীর্ঘ ছয় বছর পর লিগ কাপের চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার ইউনাইটেড।

রোববার (২৬ ফেব্রুয়ারি) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া ফাইনালে ২-০ গোলে জিতেছে ম্যানইউ। ম্যাচে কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর সভেন বোটম্যানের আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুন হয়।

এর আগে ২০১৬-১৭ মৌসুমে সাউদাম্টনকে হারিয়ে সবশেষে চ্যাম্পিয়ন হয়েছিল রেড ডেভিলসরা।

২০২১ সালের অক্টোবরে মালিকানা বদল হলে নতুনরূপে দেখা দেয় নিউক্যাসল। প্রিমিয়ার লিগে টানা ১৭ ম্যাচে অপরাজিত থেকে লিগ কাপের ফাইনালে জায়গা করে নেয় দলটি।

খেলার ৩৩ মিনিটে দারুণ এক ফ্রি কিকে ডি-বক্সে ক্রস বাড়ালে বল পেয়ে কোনাকুনি হেডে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

দলে সবচেয়ে সেরা সময় কাটানো র‌্যাশফোর্ডের শট নিউক্যাসলের ডাচ ডিফেন্ডার বোটম্যানের পায়ে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে ম্যানইউকে চেপে ধরে খেলতে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি নিউক্যাসল। বাকি খেলায় কেউ গোল দিতে না পারলে চ্যাম্পিয়ন হিসেবে ম্যানইউর নাম লেখা হয়।

বাংলাদেশ সময়: ১৩:১৪:৩৮   ১৪৩ বার পঠিত