মারা গেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির তরুণ নির্মাতা জোসেফ মনু জেমস। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩১। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এনার্কুলাম জেলার আলুভারের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তরুণ এই নির্মাতা।
জেমসের মৃত্যুর খবরে শোকাহত পুরো ইন্ডাস্ট্রি। অভিনেত্রী অহনা শোক প্রকাশ করে নিজের ইনস্টাগ্রামে লেখেন, ওপারে শান্তিতে বিশ্রাম নিন মনু। কিন্তু আপনার সঙ্গে এমনটি হওয়া মোটেও উচিত হয়নি।
এ দিকে জেমসের প্রথম ছবি ‘ন্যান্সি রানি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে এটি পোস্ট প্রডাকশনের পর্যায়ে ছিল। ছবিতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন অহনা কৃষ্ণ ও অর্জুন অশোকন। কিন্তু প্রথম ছবি মুক্তির আগেই পরলোকগমন করলেন তিনি। এতে আরও অভিনয় করেছেন অজু ভার্গিস, শ্রীনিবাসন, ইন্দ্রানস, সানি ওয়েন, লেন, লালদের মতো তারকারা।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) কোট্টায়ামের কুরাভিলাঙ্গাদের একটি গির্জায় অনুষ্ঠিত হয় নির্মাতার শেষকৃত্য। তার স্ত্রীর নাম মনু নয়না।
উল্লেখ্য, ২০০৪ সালে ‘আই অ্যাম কিউরিয়াস’ ছবিতে একজন শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন জেমস। এর পর মালয়লাম ও কন্নড় ছবিতে কাজ করেন। পরে সহপরিচালক হিসেবে কাজ করতে থাকেন।
খবর : আনন্দবাজার
বাংলাদেশ সময়: ১৩:১৭:০৮ ১৪০ বার পঠিত