সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৩তম এবং ১০৪তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৩তম এবং ১০৪তম বৈঠক
সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩



সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৩তম এবং ১০৪তম বৈঠক

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৩তম ও ১০৪তম বৈঠক কমিটি সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো: আব্দুস শহীদ, মো: শহীদুজ্জামান সরকার, র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, মনজুর হোসেন, আহসানুল ইসলাম টিটু ও হাফিজ উদ্দিন আহম্মেদ অংশগ্রহণ করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের (প্রাক্তন যোগাযোগ মন্ত্রণালয়ের) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৯৯৯-২০০০ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ১৯৯৯-২০০০ এর ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮ নং অনুচ্ছেদ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ২০০৯-২০১০, ২০১০-২০১১ ও ২০১১-২০১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১২-১৩ উপস্থাপন করা হয়।

বৈঠকে অডিট আপত্তির অনুচ্ছেদ নং-০১, ০৫, ০৬, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২৪ ও ২৮ নিষ্পত্তি এবং অনুচ্ছেদ নং-০৯ প্রমাণক সাপেক্ষে নিষ্পত্তির সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় কমিটির বিগত ১০২তম বৈঠকের সিদ্ধান্ত দৃঢ়ীকরণের বিষয়ে পর্যালোচনা করা হয়।

বৈঠকে উত্থাপিত অডিট আপত্তিগুলো পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সিএজি কার্যালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৩৯   ১৯৯ বার পঠিত