মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

আবারও ‍ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

প্রথম পাতা » আন্তর্জাতিক » আবারও ‍ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩



আবারও ‍ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

আবারও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য এশিয়ার দেশ আফগানিস্তান। দেশটিতে ভারতীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে আঘাত হানে ৪ দশমিক ১ মাত্রার মাঝারি ভূমিকম্পটি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।

এনসিএসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পটির উপকেন্দ্র আফগানিস্তানের কোন এলাকায় ছিল সে বিষয়ে কোনো তথ্য জানায়নি এনসিএস। এ ছাড়া এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি।

ভূমিকম্প আঘাত হানার বিষয়টি জানিয়েছ এক টুইটে এনসিএস বলেছে, ‘৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়েছে ২৮-২-২০২৩, ভারতীয় সময় ভোর ৪টা ৫ মিনিট ২২ সেকেন্ডে, স্থান: আফগানিস্তান।’ ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটির ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে এন এনসিএস।

এদিকে, মঙ্গলবার ভূমিকম্প আঘাত হানার মাধ্যমে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো কেঁপে ওঠল আফগানিস্তান। এর আগে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। এটির উৎপত্তি ছিল ফায়জাবাদ শহর থেকে ২৬৫ কিলোমিটার দূরে ।

এরপর রোববার ফায়জাবাদেই আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যেটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। ফায়জাবাদের উত্তরপূর্ব দিক থেকে ২৭৪ কিলোমিটার দূরে এটির উৎপত্তিস্থল ছিল। ওই ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ১৮০ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ সময়: ১১:০১:০৩   ২১০ বার পঠিত