বুধবার, ১ মার্চ ২০২৩

আজ রাজধানীর ১৩ পরিবহন কোম্পানিতে ই-টিকেটিং চালু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ রাজধানীর ১৩ পরিবহন কোম্পানিতে ই-টিকেটিং চালু
বুধবার, ১ মার্চ ২০২৩



আজ রাজধানীর ১৩ পরিবহন কোম্পানিতে ই-টিকেটিং চালু

রাজধানীতে আজ বুধবার (১ মার্চ থেকে) থেকে আরও ১৩টি পরিবহন কোম্পানি ই-টিকেটিং পদ্ধতিতে যাত্রীসেবা দেবে। সদরঘাট, সাভার, গাজীপুর, যাত্রাবাড়ী, মদনপুর, আবদুল্লাহপুর ও নতুনবাজার থেকে

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পরীবাগে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এসব তথ্য জানান।

রাজধানীতে তৃতীয় পর্বে বাসে ই-টিকেটিং পদ্ধতি চালুর বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে কিলোমিটার অনুযায়ী ভাড়ার নতুন তালিকা প্রস্তুত হচ্ছে। তবে এসব উদ্যোগের পরও গণপরিবহনে নৈরাজ্য কেন? ইচ্ছেমতো ভাড়া আদায়ের সঙ্গে চলে হরহামেশা যাত্রী হয়রানি। তাহলে মাসে মাসে গণপরিবহনে ই-টিকেটিং চালু করে লাভটা কী? যদিও সংবাদ সম্মেলনে মেলেনি এসব প্রশ্নের উত্তর।

এনায়েত উল্যাহ জানান, তাদের চেষ্টা অব্যাহত আছে। যাত্রীদের কাছেও তিনি অনুরোধ করেন তারা যেন টিকেট ছাড়া ভাড়া না দেন।

তিনি বলেন, ‘আমরা কাজ করছি। আমরা আরও ১০টা লোক নিয়োগ দিচ্ছি। নিজেরা মাঠে যাচ্ছি। আমরা তো বসে নেই। আমরা চাই যাত্রীরাও যেন টিকেট ছাড়া ভাড়া না দেন।’

তবে এই উদ্যোগের ফলাফল ‘যে লাউ সেই কদু’ তা উঠে আসল খোদ মালিকদের কণ্ঠেই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার থেকে সাভার, গাজীপুর, যাত্রাবাড়ী, মদনপুর, আবদুল্লাহপুর ও নতুনবাজার থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ১৩টি প্রতিষ্ঠানের ৯৪৭টি বাসে ই-টিকেটিং সেবা পাবেন যাত্রীরা। এ নিয়ে ই-টিকেটিংয়ের আওতায় এল ৫৯টি প্রতিষ্ঠানের তিন হাজারের বেশি গাড়ি।

যে ১৩টি প্রতিষ্ঠান ই-টিকেটিংয়ের আওতায় আসছে সেগুলো হলো: আকাশ এন্টারপ্রাইজ (সদরঘাট-ধউর); ভিক্টর ক্লাসিক বাস মালিক সমিতি (সদরঘাট-ধউর); ৬ নম্বর মতিঝিল-বনানী ট্রান্সপোর্ট কোম্পানী(প্রাঃ) লিঃ (কমলাপুর-নতুনবাজার); গ্রীন অনাবিল পরিবহন লিঃ (সাইনবোর্ড-গাজীপুর); গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট কোং লিঃ (যাত্রাবাড়ী-টঙ্গী ষ্টেশন রোড); অনাবিল সুপার লিঃ (সাইনবোর্ড-গাজীপুর); রাইদা এন্টারপ্রাইজ লিঃ (পোস্তগোলা-ধউর); আসমানী পরিবহন লিঃ (মদনপুর-আব্দুল্লাহপুর); সময় ট্রান্সপোর্ট লিঃ (গুলিস্তান-কাঁচপুর); বৈশাখী পরিবহন লিঃ (সাভার-নতুনবাজার); রইছ পরিবহন লিঃ (সাভার-নতুনবাজার); এয়ারপোর্ট-বঙ্গবন্ধু এভিনিউ মিনিবাস মালিক সমিতি (কদমতলী-আব্দুল্লাহপুর); মঞ্জিল এক্সপ্রেস লিঃ (কাঁচপুর-ধউর)।

বর্তমানে রাজধানীর বিভিন্ন রুটে ৯৭টি প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ হাজারের বেশি গাড়ি চলাচল করছে।

বাংলাদেশ সময়: ৯:৫৫:৫৩   ১৯৫ বার পঠিত