বুধবার, ১ মার্চ ২০২৩

গ্রিসে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » গ্রিসে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৬
বুধবার, ১ মার্চ ২০২৩



গ্রিসে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ২৬

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৮৫ জন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির লারিসার কাছে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

আলজাজিরার তথ্যমতে, একটি যাত্রীবাহী এবং পণ্যবাহী ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রেনে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি ইউনিট কাজ করে।

যাত্রীবাহী ট্রেনে ৩৫০ জনের মতো যাত্রী ছিল। ট্রেনের ভেতর থেকে অন্তত ২৫০ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

সংঘর্ষটি এতোটাই ভয়াবহ ছিল যে যাত্রীবাহী ট্রেনের প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ৯:৫৮:৪৯   ১৪৬ বার পঠিত