পবিত্র রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অন্য সময়ের চেয়ে দ্রব্যমূল্য অনেক কমানো হয়। এবারও সেই ধারা অব্যাহত রাখতে কাজ করছেন আরব আমিরাতের ব্যবসায়ীরা। খবর খালিজ টাইমসের।
আরব আমিরাতে দ্রব্যের দাম কমা কিংবা বাড়ার বিষয়টি নির্ভর করে জ্বালানি তেলের দামের ওপর। সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেলের দাম কমায় পণ্যদ্রব্যের দামও কমানো হবে।
আগামী ২৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পবিত্র রমজান। এ মাসকে কেন্দ্র করে পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় দ্রব্যমূল্য কমানোর বিষয়টি আরও সহজ হয়ে গেল।
আরব আমিরাত: জার্মানির জ্বালানি সংকট নিরসনে এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত
আল-আদিল ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. ধনঞ্জয় দত্ত বলেন, ‘বাণিজ্যিক পরিবহনে জ্বালানি তেলের ব্যবহার বেশি। জ্বালানি তেলের দাম বেড়ে গেলে এর প্রভাব পণ্যদ্রব্যের ওপর পড়ে, ফলে দাম বেড়ে যায়। কিন্তু চলতি মাসে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় পণ্যদ্রব্যের দাম কমে যাবে।
জ্বালানি তেলের দাম কমার পাশাপাশি গত কয়েক মাসে শিপিং চার্জও কমেছে। এছাড়া ইউক্রেন থেকে কিছু পণ্য সরবরাহের কারণে সংযুক্ত আরব আমিরাত এবং বিশ্বব্যাপী পণ্যের দামও হ্রাস পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:০৪:৫৩ ১৭৯ বার পঠিত #দ্রব্যমূল্য #রমজানে