প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার দুই দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় ঢাকা আসেন।
টনি ব্লেয়ার লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০১০ সালে স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকা সফর করেছিলেন টনি ব্লেয়ার।
এরও আগে ২০০২ সালে প্রধানমন্ত্রী থাকা হিসেবে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩:১২:১৮ ১৫০ বার পঠিত