পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এ স্লোগানকে সামনে রেখে আজ সোমবার র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জয়পুরহাটে জাতীয় পাট দিবস পালন করা হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় একটি র্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আবদুল করিম বলেন গত বছর ৪ হাজার ৮২০ মেট্রিকটন পাট উৎপাদন হয়েছে। পাট উন্নয়ন কর্মকর্তা আবদুল হালিমের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন চেম্বারের পরিচালক এম এ করিম, বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, এডঃ মোমিন আহমেদ চৌধুরী জিপি, শাজাহান সিরাজ মিঠু, মাশরেকুল আলম পমুখ । পলিথিন বর্জন করে বাজারে পরিবেশ বান্ধব পাটজাত পণ্য সরবরাহ ও ব্যবহার নিশ্চত করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫:২৭:১৭ ১৯০ বার পঠিত