বুধবার, ৮ মার্চ ২০২৩

আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
বুধবার, ৮ মার্চ ২০২৩



আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম:

সূরা আনআম
মক্কায় অবতীর্ণ।
১০. তোমার পূর্বে যে সব নবী রাসূল এসেছিল, তাদের সাথেও ঠাট্টা-বিদ্রপ করা হয়েছে, ফলত এসব ব্যঙ্গ-বিদ্রপের পরিণাম বিদ্রপকারীদেরকেই পরিবেষ্টন করে ফেলেছিল।২

১১. তুমি বল ‘তোমরা ভূ-পৃষ্ঠ পরিভ্রমণ কর, অতঃপর দেখ, মিথ্যারোপকারীদের পরিণাম কী হয়েছে?’

১২. তুমি জিজ্ঞেস কর, আকাশসমূহ ও যমীনে অবস্থিত যা কিছু রয়েছে তার মালিক কে? তুমি বল, ‘তা সবই আল্লাহর মালিকানায়, তিনি অনুকম্পা প্রদর্শনকে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে নিয়েছেন তিনি তোমাদের সকলকে কিয়ামত দিবসে অবশ্যই সমবেত করবেন এতে কোনই সন্দেহ নেই, যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতি ও ধ্বংসের মুখে ফেলেছে, তারাই বিশ্বাস করে না।

আল হাদিস
রাসূল (সা)-এর উপদেশ: রাগ করো না
আবূ হোরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে- এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলল: আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন: “রাগ করো না”। লোকটি বার বার রাসূলের নিকট উপেদশ চায় আর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “রাগ করো না”।
[বুখারী: ৬১১৬]

বাংলাদেশ সময়: ০:০৩:৩০   ২৩১ বার পঠিত