বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

ভারতের সহকারি হাইকমিশনারের গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দি পরিদর্শন

প্রথম পাতা » গোপালগঞ্জ » ভারতের সহকারি হাইকমিশনারের গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দি পরিদর্শন
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



ভারতের সহকারি হাইকমিশনারের গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দি পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাইকমিশনার শ্রী ইন্দ্রজিৎ সাগর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি পরিদর্শন করেছেন।
আজ বৃহস্পতিবার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান মতুয়া মহাসংঘের সভাপতি শ্রী দেবব্রত ঠাকুর ও কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান ঠাকুর পরিবারের সদস্য শ্রী সুব্রত ঠাকুর।
ভারতের সহকারি হাইকমিশনার শ্রী ইন্দ্রজিৎ সাগর ওড়াকান্দি ঠাকুর বাড়িতে ২ ঘন্টা অবস্থান করেন।
তিনি শ্রীধাম ওড়াকান্দির খোঁজ খবর নেন। এসময় তিনি ঠাকুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এ সময় ঠাকুর পরিবারের সদস্য শ্রী অমিতাভ ঠাকুর, বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ
ঠাকুর, বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব শ্রী সাগর সাধু ঠাকুরসহ এলাকাবাসী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান ঠাকুর পরিবারের সদস্য শ্রী সুব্রত ঠাকুর এই তথ্য নিশ্চিত করে বলেন, ভারতের সহকারি হাই কমিশনার শ্রী ইন্দ্রজিৎ সাগর ২ ঘন্টা ঠাকুরবাড়িতে অবস্থান করেন।
তিনি শ্রীশ্রী হরিচাঁদ, শ্রীশ্রী গুরুচাঁদ মন্দির, শ্রীধাম ওড়াকান্দি, আশাপাশের শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন।
এছাড়া ঠাকুর পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলেন। দুপুরে তিনি শ্রীধাম ওড়াকান্দিতে মধ্যাহ্নভোজে অংশ নেন। তিনি ব্যক্তিগত সফরে ওড়াকান্দি আসেন বলে জানান সুব্রত ঠাকুর।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:১০   ২০৩ বার পঠিত