রবিবার, ১২ মার্চ ২০২৩

কুমিল্লা বোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে আরও ৪৪ জন কৃতকার্য

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লা বোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে আরও ৪৪ জন কৃতকার্য
রবিবার, ১২ মার্চ ২০২৩



কুমিল্লা বোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে আরও ৪৪ জন কৃতকার্য

কুমিল্লায় এইচএসসির পুনঃনিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়েছে।

রোববার (১২ মার্চ) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। ৮৫ হাজার ৮৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পাস করে ৭৭ হাজার ৯০৭ জন। জিপিএ-৫ পায় ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৫ হাজার ছাড়ালো।

ড. মো. আসাদুজ্জামান বাসস জানান, এইচএসসির পুনঃনিরীক্ষণের জন্য ৬ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী আবেদন করেন। অনেক শিক্ষার্থী একাধিক পত্রে আবেদন করে। বিষয়ভিত্তিক আবেদন পড়ে ২১ হাজার ৮৫৪টি। সবগুলো খাতা পুনঃনিরীক্ষণে ১৭১ জনের ফল পরিবর্তন হয়।

তিনি আরও জানান, নতুন করে জিপিএ-৫ পায় ৩৩ জন। অকৃতকার্য তালিকা থেকে কৃতকার্য হয়েছে ৪৪ জন। এছাড়া পূর্বে পাস করা ১৩৬ জনের জিপিএ পরিবর্তন হয়।

বাংলাদেশ সময়: ১২:৫১:১১   ১৮২ বার পঠিত   #  #  #  #