সোমবার, ১৩ মার্চ ২০২৩

সরিষাবাড়ীতে সর্ববৃহৎ পৌর সড়কের নামকরণ হলো বীরমুক্তিযোদ্ধার নামে

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সর্ববৃহৎ পৌর সড়কের নামকরণ হলো বীরমুক্তিযোদ্ধার নামে
সোমবার, ১৩ মার্চ ২০২৩



সরিষাবাড়ীতে এই প্রথম পৌর সড়কের নামকরণ বীরমুক্তিযোদ্ধার নামে

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : মুক্তিযোদ্ধা চেতনার প্রতি বিশ্বাস ও ভালোবাসা রেখে দীর্ঘ ৩৩ বছর পর জামালপুরে সরিষাবাড়ী পৌরসভার একটি জনবহুল ও সর্ববৃহৎ রাস্তার নামকরণ করা হয়েছে “বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি সড়ক নামে। রাস্তাটির উদ্বোধন করেছেন সুযোগ্য পৌর মেয়র মনির উদ্দিন।

পৌর সূত্র জানায়, জামালপুরে ৮টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সরিষাবাড়ী পৌরসভার বাউসী বাজার হইতে পঞ্চপীর বাজার পর্যন্ত ১ হাজার ৮’শ ২১ মিটার আরসিসি রাস্তা ৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষে আজ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি সড়ক নামে শুভ উদ্ভোধন করা হয়।

সোমবার (১৩ মার্চ) সকালে বাউসি বাজার হতে পঞ্চপীর দিকে যাওয়ার নবনির্মিত রাস্তাটির উপর এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী পৌরসভার সচিব আবু সাঈদ এবং সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর নিপন মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মনির উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ গনি,পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাউসী উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সহ পৌর পর্ষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৫৫   ২৩৫ বার পঠিত