পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী মে মাসে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন ও কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
বুধবার(১৫ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত জাতিসংঘ কার্যালয়ে জাতীয় মানবাধিকার সংস্থাসমূহের আন্তর্জাতিক ফোরাম গ্লোবাল এলায়েন্স অন ন্যাশনাল হিউমেন রাইটস ইন্সটিটিউশনসের (জিএএনএইচআরআই) বার্ষিক সাধারণ সভায় যোগদান করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এবং সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা।
এসময় জিএএনএইচআরআই চেয়ারপারসন এবং কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন মারিয়ম আল আতিয়াহর সঙ্গে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সার্বক্ষণিক সদস্য।
আলোচনাকালে জিএএনএইচআরআই চেয়ারপারসন আগামী মে মাসে বাংলাদেশ সফরের কথা জানান। একইসঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন ও কাতারের জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে একমত পোষণ করেন তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক ফারহানা সাঈদ জানান, প্রতি বছর এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় মানবাধিকার সংস্থাসমূহের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এবছরের বার্ষিক সভায় জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ৭৫ তম বর্ষপূর্তি এবং প্যারিস নীতিমালার ৩০ বছর পূর্তিতে মানবাধিকার সংরক্ষণে জাতীয় মানবাধিকার সংস্থাসমূহকে আরও কার্যকরের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৪ ১৬৪ বার পঠিত