শুক্রবার, ১৭ মার্চ ২০২৩

ইতিহাস তার নিজস্ব গতিতে চলে, সত্য কখনো চাপা থাকে না: চন্দন শীল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাস তার নিজস্ব গতিতে চলে, সত্য কখনো চাপা থাকে না: চন্দন শীল
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



ইতিহাস তার নিজস্ব গতিতে চলে, সত্য কখনো চাপা থাকে না: চন্দন শীল

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিলো। তবে, ইতিহাস তার নিজস্ব গতিতে চলে আর সত্য কখনো চাপা থাকে না। এখানে অভিভাবক যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ যে, একবার হলেও আপনার সন্তান পরিবার নিয়ে বঙ্গবন্ধুর সমাধীস্থল ঘুরে আসবেন। কারণ পরবর্তী প্রজন্মকে জানতে হবে যে কোন জায়গা থেকে একটি মানুষ এসে সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসন ভবনের সামনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর একটি দিক ছিলো যে, সে যা বলতেন তাই করে দেখাতেন। তার ৭ই মার্চের ভাষণ একটি মহাকাব্যে পরিণত হয়েছে। সারা বিশ্ব এটা স্বীকৃতি দিয়েছে। বচ্চাদের বঙ্গবন্ধু সম্পর্কে জানান। যে কারনে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো, ওই ঘাতকরা সেই মিশনে ব্যর্থ হয়েছে। তার দুই কন্য ভাগ্যক্রমে জীবিত আছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরালস কাজ করে যাচ্ছে। তিনি ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের ঘোষণাও দিয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা জুলহাস ভুইয়া, সিভিল সার্জন, জেলা কালচারাল কর্মকর্তা রুনা লায়লাসহ জেলা প্রশাসক ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতা।

বাংলাদেশ সময়: ২২:৫৭:২৯   ২৪৯ বার পঠিত