শনিবার, ১৮ মার্চ ২০২৩

আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়লো বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়লো বাংলাদেশ
শনিবার, ১৮ মার্চ ২০২৩



আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড গড়লো বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের দেয়া ৩৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে অলআউট হয় সফরকারীরা। ফলে, ১৮৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়।

বাংলাদেশের দেয়া ৩৩৯ রানের জবাবে শুরুটা মন্দ হয়নি আয়ারল্যান্ডের। ধীরগতির ব্যাটিংয়ে ইনিংস শুরু করলেও পরে কিছুটা আক্রমণাত্মক হন আয়ারল্যান্ডের দুই ওপেনার।

১২তম ওভারে এসে উইকেটের দেখা পায় বাংলাদেশ। সাকিবের ঘূর্ণিতে প্রথম উইকেটের দেখা পায় টাইগাররা। আগের ওভারে টানা দুই চার মারা স্টিফেন ডাহনি ক্যাচ দেন উইকেটের পেছনে। ৩৮ বলে ৩৪ রান করে সাকিবের শিকার হন তিনি।

সাকিবের পর সাফল্য পান এবাদত। এই পেসারের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন স্টার্লিং। বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। বাঁ দিকে শূন্যে ভেসে দুর্দান্ত ক্যাচ নেন মুশফিকুর রহিম। এরপর টেক্টরকে বিদায় করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন এবাদত।

বলবার্নির আউটের ডেলিভারিটি ছিল দুর্দান্ত। ওভার দ্যা উইকেট থেকে ভেতরের দিকে ঢুকিয়েছিলেন তাসকিন, লাইন মিস করে বোল্ড হন আয়ারল্যান্ড অধিনায়ক। তাসকিনের আরেকটি ওভার, আয়ারল্যান্ডের আরেকটি উইকেট। এবার গেলেন লরকান টাকার। সোজা ব্যাট চালানোর বদলে আড়াআড়ি খেলতে চেয়েছিলেন লেংথ থেকে লাফিয়ে ওঠা বলটা, ক্যাচ গেছে একমাত্র স্লিপে থাকা ইয়াসির আলীর কাছে।

ক্যাম্ফার, ড্যানলি এবং আর ম্যাকব্রেইনকে ফিরিয়ে আইরিশদের পরাজয় নিশ্চিত করে ফেলেন নাসুম। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে জর্জ ডকরেল করেন ৪৫ রান। ৩০.৫ ওভারে মাত্র ১৫৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশ পায় ১৮৩ রানের বড় জয়।

শনিবার (১৮ মার্চ) টস হেরে ব্যাট ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানেই অধিনায়ক তামিমকে হারায় বাংলাদেশ। ৯ বলে কেবল ৩ রান করেন টাইগার অধিনায়ক। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মার্ক এডেরকে ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় স্লিপে থাকা পল স্টার্লিংয়ের হাতে।

তামিমের বিদায়ে শান্তকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লিটন। কিন্তু বেশিদূর যেতে পারেননি তিনি। শান্ত-লিটন উইকেটে থিতু হয়ে যাওয়ায় বোলিংয়ে পরিবর্তন আনে আয়ারল্যান্ড। আর তা কাজেও দেয়। আইরিশ মিডিয়াম পেসার কার্টিস ক্যাম্ফারের বলে শর্ট কভারে ক্যাচ তুলে ২৬ রান করে আউট হন লিটন।

লিটনের মতো আশা জাগিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্তও। ইনিংসের ১৭তম ওভারে আইরিশ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটার। ৩৪ বলের মোকাবিলায় তিনি করতে পেরেছেন ২৫ রান, বাউন্ডারি মাত্র ১টি।

তিন উইকেট পতনের পর দলের হাল ধরেন অভিজ্ঞ সাকিব ও অভিষিক্ত তৌহিদ হৃদয়। ৬৫ বলে ফিফটি তুলে আক্রমণাত্মক ব্যাটিং করেন সাকিব। অন্যদিকে, নিজের প্রথম ম্যাচে ফিফটি হাঁকান হৃদয়ও। সবাই যখন সাকিবের শতকের অপেক্ষায় তখনই অফ স্ট্যাম্পের অনেক বাইরের একটা বলকে জায়গায় দাঁড়িয়ে খোঁচা মারতে গিয়ে ৯৩ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

সাকিবের বিদায়ের পর তৌহিদ হৃদয়ের সঙ্গী হন মুশফিক। উইকেটে নেমেই শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন এই অভিজ্ঞ ব্যাটার। তার ২৬ বলে ৩ চার ৩ ছক্কায় ৪৪ রানের ইনিংসটি থামে ক্যাচ গ্রাহাম হুমের বলে দিয়ে। মুশফিকের বিদায়ের পর পঞ্চম বলে বোল্ড হয়ে শতক হাঁকাতে ব্যর্থ হন তৌহিদ হৃদয়ও। ৮৫ বলে ৮ চার ২ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে ফিরেন অভিষিক্ত এই তরুণ। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৩৮ রান তোলে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২২:৩৯:০৭   ১৬৭ বার পঠিত