রবিবার, ১৯ মার্চ ২০২৩

পিএসএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স

প্রথম পাতা » খেলাধুলা » পিএসএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স
রবিবার, ১৯ মার্চ ২০২৩



পিএসএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে রুদ্ধশ্বাস এক ফাইনালের সাক্ষী হয়ে থাকল লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) শিরোপা নির্ধারণী ম্যাচে ক্রিকেট বিশ্ব দেখল শাহিন শাহ আফ্রিদির ব্যাট-বল হাতে অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্স। নাটকীয় এই ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান্সকে ১ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে লাহোর কালান্দার্স।

শনিবার (১৮ মার্চ) রাতে পিএসএলের অষ্টম আসরের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০০ রান সংগ্রহ করে লাহোর। জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৯৯ রানে গিয়ে থেমে যায় মুলতানের ইনিংস। ফলে মোহাম্মদ রিজওয়ানের দলকে টানা দ্বিতীয়বার লাহোরের কাছে শিরোপা খোয়াতে হয়।

ঠিক প্রকৃত টি-টোয়েন্টির রূপ দেখা গেল পিএসএল ফাইনালে। রুদ্ধশ্বাস সমাপ্তি, স্নায়ুক্ষয়ী হয়ে উত্তেজনা, চার ছক্কার ধুম-ধাড়াক্কা প্রদর্শনঈ- কি ছিল না পিএস‌এল ফাইনালে। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি।

ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে ঝড় তুলে হাফ সেঞ্চুরি করেন আব্দুল্লাহ শফিক। তিনি ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৬৫ রান করেন। এছাড়া ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩০ রান করেন মির্জা বেগ। ৩৪ বলে ৩৯ রান করেন ফাখর জামান। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। স্যাম বিলিংস ৯ ও সিকন্দর রাজা ১ রান করে আউট হন। খাতা খুলতে পারেননি এহসান হাফিজ। তবে শেষদিকে মাত্র ১৫ বলে ৪৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন শাহিন আফ্রিদি। মারকাটারি ইনিংসে তিনি ২টি চার ও ৫টি ছক্কা মারেন। ২ রান করে নটআউট থাকেন ডেভিড ওয়াইজ।

মুলতানের হয়ে ২৪ রানে ৩টি উইকেট নেন উসামা মীর। ১টি করে উইকেট নিয়েছেন আনোয়ার আলি, ইসানউল্লাহ ও খুশদিল শাহ।

বাংলাদেশ সময়: ১৫:১২:৫৩   ১৩১ বার পঠিত