রবিবার, ১৯ মার্চ ২০২৩

ফতুল্লা পাইলট স্কুল দখল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল: চন্দন শীল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লা পাইলট স্কুল দখল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল: চন্দন শীল
রবিবার, ১৯ মার্চ ২০২৩



ফতুল্লা পাইলট স্কুল দখল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল: চন্দন শীল

‘শামীম ওসমানের উন্নয়নের ছোঁয়া এই বিদ্যালয়ে লেগেছে। সবচেয়ে ভাল ব্যাপার এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড হচ্ছে। আমাদের লক্ষ্য প্রতিটা ছাত্রছাত্রীকে আমরা মানুষের মত মানুষ গড়ে তুলতে চাই। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে এই শিশুরা গড়ে উঠবে।’

রবিবার (১৯ মার্চ) বিকেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এই বিদ্যালয়ের জন্য আমরা আন্দোলন করেছি। এই বিদ্যালয় দখল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। তখন আমরা ছাত্র। শামীম ওসমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম।

বাংলাদেশ সময়: ২২:২৯:০১   ২৩৭ বার পঠিত