মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৫তম, ১০৬তম, ১০৭তম এবং ১০৮তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৫তম, ১০৬তম, ১০৭তম এবং ১০৮তম বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



---

ঢাকা, ২১ মার্চ, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০৫তম, ১০৬তম, ১০৭তম ও ১০৮তম বৈঠক কমিটি সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সালমান ফজলুর রহমান, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন, মুস্তফা লুৎফুল্লাহ, ওয়াসিকা আয়শা খান ও হাফিজ উদ্দিন আহম্মেদ অংশগ্রহণ করেন।

রাজস্ব অডিট অধিদপ্তর কর্তৃক অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়ন্ত্রণাধীন জাতীয় রাজস্ব বোর্ডের অধীন বৃহৎ করদাতা ইউনিট (আয়কর), ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের ২০১৯-২০২০ অর্থবছরের আয়কর নির্ধারণে সঠিকতা যাচাই সংক্রান্ত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নম্বর-৩৩/২০২১ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ নং অনুচ্ছেদ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে রাজস্ব অডিট অধিদপ্তর কর্তৃক অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর নিয়ন্ত্রণাধীন জাতীয় রাজস্ব বোর্ডের অধীন ০৭টি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল এবং ০৩টি কাস্টমস হাউজ কার্যালয়ের ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ অর্থবছরের আয় সংক্রান্ত কার্যক্রমের সঠিকতা যাচাই বিষয়ে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নম্বর- ৮৩/২০২১ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২ উপস্থাপন করা হয়।

সভায় কমিটির বিগত ১০৩তম ও ১০৪তম বৈঠকের সিদ্ধান্ত দৃঢ়ীকরণের বিষয়ে পর্যালোচনা করা হয়।

বৈঠকে একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম ও নবম রিপোর্ট এর খসড়া সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে উত্থাপিত অডিট আপত্তিগুলো পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, সিএজি কার্যালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫০:০১   ১৯০ বার পঠিত