চাঁদপুরের পদ্মা ও মেঘনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছ ধরার দুটি নৌকা জব্দ করা হয়।
বুধবার (২২ মার্চ) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেদায়েত উল্লাহ শ্রাবণ।
আটকদের মধ্যে সাতজনকে তিন মাস এবং চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
কোস্টগার্ড, চাঁদপুর স্টেশনের সদস্যদের নিয়ে এই অভিযানের পর আটক জেলেদের মধ্যে তিন মাস করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বজলুর রহমান (৩০), শাহাবুদ্দিন (৩৫), মোবারক (১৮), শাহজালাল (৪৫), খাজা আহম্মদ (২৬), রাকিব (১৮) ও আক্তার (১৮)।
এক মাস করে কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- পারভেজ হোসেন (১৯), মো. ইরফান (২০), দ্বীন ইসলাম (৪০) ও মো. আউলাদ (২৬)।
এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।
তিনি জানান, পদ্মা-মেঘনা নদীর মোহনা, আনন্দ বাজার, দাসাদী, লালপুর, রাজরাজেশ্বর, কাচিকাটা, মরিচাকান্দি এবং হাইমচর উপজেলার কাটাখালি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৬ জেলেকে আটক করা হয়। এ সময় জেলেরা দুটি মাছ ধরার নৌকা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা দুটি মাছ ধরার নৌকা কোস্টগার্ডের হেফাজতে দেয়া হয় এবং কারেন্টজালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বাংলাদেশ সময়: ১২:৫৩:২৯ ২১৯ বার পঠিত