আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আন আম
মক্কায় অবতীর্ণ
আয়াত : ১৬৫; রুকূ : ২০
১৬২. তুমি বলে দাও ‘আমার নামায, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ সবকিছু সারা জাহানের রব আল্লাহর জন্য।
১৬৩. তাঁর কোন শরীক নেই, আমি এর জন্য আদিষ্ট হয়েছি, আর আত্মসমর্পণ- কারীদের মধ্যে আমিই হলাম প্রথম।’
আল হাদিস
৬৬। আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবু মূসা (রা) ভীষণ রোগ যন্ত্রণায় বেহুঁশ হয়ে পড়েন, তখন তাঁর মাথা পরিবারস্থ কোন এক মহিলার কোলে ছিল। মহিলাটি বিলাপ করছিল। কিন্তু তার বিলাপ বন্ধ করার মত ক্ষমতা আবু মূসার ছিল না। অতঃপর তিনি যখন চেতনা লাভ করলেন, তখন বললেন, রাসূলুল্লাহ (সা) যাদের জিম্মাদারী ত্যাগ করেছেন, তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই। কেননা, যে সমস্ত লোক শোকে অধীর হয়ে বিলাপ করে, মাথা মুড়িয়ে ফেলে এবং জামাকাপড় ছিঁড়ে ফেলে, তাদের সাথে রাসূলুল্লাহ (সা) সম্পর্ক ছিন্ন করেছেন।
(বুখারী-কিতাবুল জানায়িয)
বাংলাদেশ সময়: ০:২০:৩৮ ১৮৫ বার পঠিত