রবিবার, ২৬ মার্চ ২০২৩

ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

প্রথম পাতা » খেলাধুলা » ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস
রবিবার, ২৬ মার্চ ২০২৩



ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

কাতার বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো দলকে হারিয়ে চমক দেখিয়েছিল মরক্কো। এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ল আফ্রিকার এই দেশটি।

শনিবার (২৫ মার্চ) দিনগত রাতে ঘরের মাঠ টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দেয় মরক্কো। লাতিন জায়ান্টদের বিপক্ষে এটাই মরক্কোর প্রথম জয়।

কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর এই প্রথম মাঠে নেমেছিল ব্রাজিল। চোটের কারণে এই ম্যাচে ছিলেন না ব্রাজিলের সেরা তারকা নেইমার।

ম্যাচের ২৯ মিনিটেই বাওফলের গোলে এগিয়ে যায় মরক্কো। যদিও ৬৭ মিনিটে কাসিমিরোর গোলে সমতা ফিরে ব্রাজিল। এরপর এগিয়ে যেতে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ চালায়। কিন্তু ম্যাচের ৭৯ মিনিটে আবদেলহামিদ সাবিরির গোলে ২-১ এ এগিয়ে যায় মরক্কো। শেষ পর্যন্ত ওই লিড নিয়েই ম্যাচ শেষ করে স্বাগতিকরা।

পুরো ম্যাচে বল দখল আর শটের হিসেবে এগিয়ে ছিল ব্রাজিল। দলটি ১৪ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে, যার মধ্যে গোল হয় একটি। অন্যদিকে মরক্কো ১১ শটের ৩টি লক্ষ্যে রাখে, যার দুটিই হয়েছে গোল।

বাংলাদেশ সময়: ১২:৪১:০৭   ১৬০ বার পঠিত