গাজীপুরের শ্রীপুর উপজেলায় আরমাদা স্পিনিং মিলস লিমিটেড-২ এ নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কচ্ছপিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই গ্রামের বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর গ্রামের মুকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫)। তারা ঠিকাদারের অধীনে দৈনিক মজুরি ভিত্তিতে ওই কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করছিল। ঘটনার পর থেকে ঠিকাদার ইব্রাহিম খান পলাতক রয়েছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, পাঁচতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক ভবন থেকে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তারা মারা যান।
বাংলাদেশ সময়: ১১:২১:৫৩ ১৮০ বার পঠিত