যুক্তরাষ্ট্রর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক মার্কিন সাংবাদিককে ‘অবিলম্বে মুক্তি’ দেয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে ফোনালাপের সময় তিনি এ আহ্বান জানান। এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মুখপাত্র বেদান্ত প্যাটেল এক বিবৃতিতে বলেন, ব্লিঙ্কেন ‘এক মার্কিন সাংবাদিককে রাশিয়ার অপ্রত্যাশিতভাবে আটক করার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। মন্ত্রী তাকে অবিলম্বে মুক্তি দেওার আহ্বান জানান।’
ঐ বিবৃতিতে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিক আটক আমেরিকান নাগরিক পল হুইলানকেও মুক্তি দেয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, তাদের সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ইভান গারশকোভিচকে বুধবার রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করে।
বাংলাদেশ সময়: ১২:২৫:৪৭ ১৩৬ বার পঠিত