সোমবার, ৩ এপ্রিল ২০২৩

‘শিগগিরই বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা দেবে ভারত’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘শিগগিরই বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা দেবে ভারত’
সোমবার, ৩ এপ্রিল ২০২৩



‘শিগগিরই বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা দেবে ভারত’

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেছেন, শিগগিরই বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে ভিসা দেবে ভারত।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে বাংলাবান্ধা স্থল বন্দর পরিদর্শন শেষে জেলায় কর্মরত সাংবাদিক এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মনোজ কুমার বলেন, এতদিন আমরা সীমিত পরিমাণে ভিসা ইস্যু করেছি। এখন বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সবার জন্য ভিসা উন্মুক্ত করা হবে।

মতবিনিময় সভায় পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, সহসভাপতি রেজাউল করিম রেজা, মেহেদী হাসান খান বাবলা, বাংলাবান্ধা আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন, সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন, বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ওসি নজরুল ইসলাম, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদসহ আমদানিকারক, বন্দরের কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:১৮   ১৪২ বার পঠিত