মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

ফেনীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » ফেনীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



ফেনীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকা থেকে যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজাসহ চন্দন সাঁওতাল (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর পশ্চিম রামপুর থেকে তাকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি আভিযানিক দল।

গ্রেফতার চন্দন সাঁওতাল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুষ্প সাঁওতালের ছেলে।

খাগড়াছড়ি থেকে বাসযোগে বিপুল পরিমাণ গাঁজা ঢাকায় নেয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনী জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মো. মোজাম্মেল হক।

ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে ফেনী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে গ্রেফতার চন্দন সাঁওতালকে পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফেনীর উপপরিচালক মিজানুর রহমান শরীফ।

ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন জানান, আসামি চন্দন সাঁওতালকে আলামতসহ মঙ্গলবার (৪ এপ্রিল) আদালতে উপস্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১১:১২:১৭   ১৫০ বার পঠিত