মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৬
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৬

বগুড়ায় ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়কারী চক্রের এক নারীসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে দেয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। এর আগে রোববার (২ এপ্রিল) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত তাজনুর আহম্মেদ রানাকে উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন, সদরের পুরান বগুড়ার কোরবান আলী (৩০), তাপস চন্দ্র সরকার (২৬), শহিদ হাসান (২০), শাহরিয়ার আহমেদ শান্ত (২১) এবং শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকার জান্নাতুল ফেরদৌস সাব্বির (২৪) ও শাজাহানপুরের রেশমা খাতুন (৩৮)। গ্রেফতার কোরবান আলীর বিরুদ্ধে এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, চাঁদাবাজি ও মাদকসহ সাতটি মামলা আছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহাজানপুরের পুটু মিয়া মোল্লা অভিযোগ করেন তার ছেলে তাজনুর আহম্মেদ রানা (৩০) ও ছেলের বন্ধু শরিফুল ইসলাম (২৮) রোববার সন্ধ্যায় মাঝিরা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এ সময় তাদের সঙ্গে মোটরসাইকেলও ছিল। রাত সাড়ে ৯টার দিকে রানা তার ভাই রাজুকে ফোনে জানায়, তাকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে তাৎক্ষণিক ২ লাখ টাকা বিকাশে দিতে হবে। এ সময় টাকা না দিলে রানাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সদর ও শাজাহানপুর থেকে আরও চারজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় ভুক্তভোগী ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন; তারা দীর্ঘদিন ধরে অপহরণচক্রের সঙ্গে জড়িত। এখানে কৌশল হিসেবে তারা প্রথমে নারী সদস্যকে প্রতারণার প্রথম ফাঁদ হিসেবে কাজে লাগান। পরে ওই নারীকে দিয়ে টার্গেট শ্রেণি বা ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে নির্ধারিত স্থানে ডেকে নেয়া হয়। এরপর মুক্তিপণ আদায় করেন তারা।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়েরের পর দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩১:৩০   ১৩৭ বার পঠিত