মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক অনুষ্ঠিত।

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক অনুষ্ঠিত।
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক অনুষ্ঠিত।

ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৮তম বৈঠক আজ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এমপি, মোঃ হাবিবর রহমান এমপি, সামছুল আলম দুদু এমপি, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পীর ফজলুর রহমান এমপি, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি এবং রুমানা আলী এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

সভায় ২৭তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা এবং ২৭তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়।

সভায় ডোপটেস্ট কার্যক্রমের সর্বশেষ অগ্রগতির উপর প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

বাংলাদেশ পুলিশের কার্যক্রমের উপর প্রতিবেদন পুলিশ অধিদপ্তর কর্তৃক উপস্থাপন ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আলোচনা করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, মহাপরিচালক (RAB), মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অতিরিক্ত মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ, মহাপরিচালক (এনটিএমসি), সমন্বয়ক তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, স্বস্ব দপ্তরের কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

এছাড়াও বৈঠকে দুই বিভাগের অধীনস্থ সংস্থা প্রধানসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৩১   ১৩৬ বার পঠিত