বুধবার, ৫ এপ্রিল ২০২৩

পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্প

পানামার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মঙ্গলবার একটি শক্তিশাণী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৩। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটি তুলনামূলকভাবে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানে। আর এ গভীরতা ছিল মাত্র ১২ কিলোমিটার।
পানামার নাগরিক সুরক্ষা সংস্থা সিনাপ্রোক জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭। এটি উপকূল থেকে ৭২ কিলোমিটার দূরে আঘাত হানে এবং মধ্য আমেরিকার এ দেশের বেশির ভাগ অঞ্চলে তা অনুভূত হয়। তবে এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
এ ভূমিকম্পে রাজধানী পানামা সিটিসহ দেশটির বেশির ভাগ অংশ কেঁপে ওঠে। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত ঘরবাড়ির বাইরে বেরিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১২:০৬:০১   ১৪৬ বার পঠিত