বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩



ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (৭ এপ্রিল) থেকে।

এর আগে গেল ৫ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, বাস মালিকরা আগামী ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করবেন। এদিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারে টিকিট পাবেন যাত্রীরা। ১৬ এপ্রিল পর্যন্ত সময়ের অগ্রিম টিকিট দেয়া হবে।

এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং সব যাত্রী টিকিট পাবেন- এমন আশা প্রকাশ করে তিনি বলেন, টিকিট কালোবাজারি রোধে পদক্ষেপ নেয়া হবে। এছাড়া বিআরটিএ’র নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেয়া হবে। তালিকার বাইরে বাড়তি ভাড়া না নিতে বাসমালিকদের নির্দেশ দেয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত এবার ঈদের টিকিটের চাপ পড়েনি। পরিবহন মালিকরা ধারণা করছেন, হয়তো গত বছরের মতো এবারও চাপ খুব একটা পড়বে না। ঈদের দুই-তিন দিন আগে ও পরে চাপ থাকবে।

আর অতিরিক্ত ভাড়ার বিষয়ে বাস মালিকদের দাবি, অন্য সময়ে সরকার নির্ধারিত ভাড়ার থেকে কম ভাড়া রাখা হয়। তাই ঈদের সময় যখন চার্ট অনুযায়ী ভাড়া আদায় করা হয় তখন যাত্রীদের কাছে মনে হয় বেশি ভাড়া আদায় করা হচ্ছে। কিন্তু বিষয়টি তেমন নয়।

তাদের দাবি, ঈদের এক পাশের যাত্রী বহন করা হয়, অপর পাশে গাড়ি খালি আসে। ফলে বছরের অন্য সময়ের মতো ভাড়া নিলে তখন অনেক ক্ষতি হবে। তাই দুই দিক মিলিয়েই যাত্রী আনা-নেয়া করতে হয়।

বাংলাদেশ সময়: ১১:১৯:৩২   ১০৯ বার পঠিত