বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩

খিলক্ষেত থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রথম পাতা » ঢাকা » খিলক্ষেত থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩



খিলক্ষেত থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃত ব্যক্তি নোয়াখালীর সোনাইমুড়ি থানার বারহি নগর গ্রামের রফিক উল্লাহর পুত্র মো: ইউসুফ আলী (২৮)। ২০০৯ সাল থেকে শুরু করে দীর্ঘ ১৪ বছর যাবৎ পলাতক ছিল সে।
র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে: কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল চারটার দিকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায় ২০০৯ সালের একটি হত্যা মামলা রয়েছে। মামলা দায়েরের পর থেকে সে রাজধানী খিলক্ষেতসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৯ সালে আসামি ইউসুফ আলীকে যাবজ্জীবন কারাদন্ড দেয়।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:৪৬   ১৯৪ বার পঠিত