খাগড়াছড়ির সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে অস্ত্রসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী।
রোববার (৯ এপ্রিল) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৮ এপ্রিল) রাতে ওই ইউনিয়নের কুকিপাড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরকৃতরা হলেন, বীরেন্দ্র ত্রিপুরার ছেলে সুকেন্দু ত্রিপুরা (৩৬) ও কমল ত্রিপুরার ছেলে দীপু ত্রিপুরা।
জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় সেনাবাহিনী। খাগড়াছড়ি জোন সদরের মেজর মো. জোবায়ের মাহমুদের নেতৃত্বে একটি বি টাইপ টহল খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুকিপাড়া এলাকার ২নং গাছবান প্রকল্প পাড়ায় এ অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি এলজি লং রাইফেল, চার রাউন্ড গুলি, চারটি চাঁদা আদায়ের রশিদ বই এবং একটি মোবাইল পাওয়া যায়। পরে আটককৃত ভাইবোনছড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আটককৃত দুজনকে হস্তান্তর করেছেন সেনাবাহিনী।
বাংলাদেশ সময়: ১১:১২:৪৭ ১৩১ বার পঠিত