ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসের কবলে পড়ে অন্তত চার পর্বতারোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত নয়জন। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মন্ট ব্ল্যাংক অঞ্চলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ফরাসি গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় সময় দুপুরের দিকে একদল পবর্তারোহী ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মন্ট ব্ল্যাংক অঞ্চলের কাছে আল্পস পর্বতমালার আর্মানসেট হিমবাহে স্কি করতে গেলে ভয়াবহ তুষারধসের কবলে পড়েন। এসময়, বরফের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। আহত হন আরও বেশ কয়েকজন।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধারে অভিযান শুরু করে স্থানীয় উদ্ধারকারী সংস্থার সদস্যরা।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের বেশিরভাগই পবর্তারোহী বলে ধারণা করা হচ্ছে। তারা নিকটবর্তী একটি স্কি রিসোর্টে উঠেছিল বলেও জানিয়েছেন তারা। বৈরি আবহাওয়া বিরাজ করায় রিসোর্টের পক্ষ থেকে পবর্তারোহীদের বিশেষ সাবধানতা অবলম্বনের কথা বলা হলেও তা উপেক্ষা করেই তারা সেখানে স্কি করতে যান।
এদিকে, এ ঘটনায় হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর আগে, ২০১৪ সালে একই এলাকায় তুষারধসের ঘটনায় প্রাণ হারান পবর্তারোহী দুই ভাই।
বাংলাদেশ সময়: ১১:২৮:২৬ ১১২ বার পঠিত