মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

ট্রাক-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রাক-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত
মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩



ট্রাক-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ট্রাক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৭টার দিকে উপজেলার রানীরবন্দর কলেজমোড় বাজারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার আলোকডিহি ইউনিয়নের ক্ষেনপাড়ার শ্যামল রায়ের ছেলে প্রশান্ত রায় (১৫)। তিনি আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়র জানান, মঙ্গলবার সকালে প্রশান্ত বাইসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় এ ঘটনা ঘটে।

উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল জানান, মঙ্গলবার সকালে মহাসড়কে দিনাজপুরগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক ইছামতি কলেজমোড় বাজারে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রশান্তের বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে প্রশান্ত নিহত হন।

তিনি আরও জানান, এ ঘটনার পর ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ রেখেছিল স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসার, চিরিরবন্দর থানা ও দশমাইল হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত স্থানীয়দেরকে রাস্তা থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

বাংলাদেশ সময়: ১১:৩২:৪৬   ১৪৯ বার পঠিত