রূপগঞ্জের কায়েতপাড়া চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গ্রেপ্তারকৃতরা হলো মো. হৃদয় হোসেন (২১), মো. রতন (৪০), মো. মঞ্জুরুল আলম (৩১), মো. মোতালেব হোসেন (৫০) ও মো. জাহিদুল ইসলাম (৩৫)। এসময় তাদের নিকট থেকে ৫টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ গ্রাম গাঁজা, ৯০ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ-এক লাখ ছাপান্ন হাজার ছয়শত দশ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১০’র অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি, মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (১০ এপ্রিল) র্যাব-১০ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে তাদেরকে ওই দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে।
তারা পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নারায়ণগঞ্জের রুপগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. রতন ও মো. মঞ্জুরুল আলম এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:২০:২৩ ২৮৭ বার পঠিত