বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

বাংলা নববর্ষে স্থানীয় সরকার মন্ত্রীর শুভেচ্ছা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলা নববর্ষে স্থানীয় সরকার মন্ত্রীর শুভেচ্ছা
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩



বাংলা নববর্ষে স্থানীয় সরকার মন্ত্রীর শুভেচ্ছা

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, ১৪৩০ উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশ ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

পহেলা বৈশাখকে বাঙালির সম্প্রীতি ও মহামিলনের দিন উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমগ্র জাতি এদিন জেগে ওঠে নবপ্রাণে, নব-অঙ্গীকারে।

মোঃ তাজুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়িত ঐতিহ্য। বৈশাখ আমাদের নিয়ে যায় অবারিতভাবে বেড়ে ওঠার বাতায়নে, ঐতিহ্য ও সংস্কৃতির সমৃদ্ধিতে, অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে।

পহেলা বৈশাখে বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে সুন্দর আগামী নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান মন্ত্রী।

তিনি বলেন, নতুন প্রত্যয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জাতি হিসাবে এগিয়ে যাবো– এবারের বাংলা নববর্ষে এ হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।

বাংলাদেশ সময়: ২২:০৪:৫৫   ১২১ বার পঠিত