শীতলক্ষ্যা নদীর উভয় তীরে রূপগঞ্জ ও ডেমরা এলাকায় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফ হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এসময় একটি এক্সাভেটর (ভেকু) দিয়ে অবৈধ ১২টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ১৫টি বাশের জেটি, ৮ টি ড্রেজারের পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মোঃ শহীদুল্লাহ, উপ পরিচালক মোঃ ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, ‘হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।’
বাংলাদেশ সময়: ২৩:০১:০৭ ৩২৩ বার পঠিত